রাজন্য রুহানি,জামালপুর: ৫১৬ সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে জামালপুরে আলোচনা সভা করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার নকলনবিশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৈষম্যবিরোধী নকলনবিশ দাবি আদায় পরিষদের আন্দোলন পরবর্তী করণীয় বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের বাইপাস মোড় রানী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিশ এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সোহেলের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিশ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান সমন্বয়ক মাসুদ রানা।
প্রধান অতিথি বলেন, আন্দোলনের ১০ দিনে মাথায় ঢাকার সবাই বুঝতে পারলো যে সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ কি? জামালপুরের নকলনবিশকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা একটি কমিটি গঠন করে দেবো। আপনারা সেই কমিটি গঠনে সকলেই সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে আইন উপদেষ্টার সাথে দেখা করতে পারবো।
সংগঠনকে শক্তিশালী করতে আমাদের এই সাংগঠনিক সফর। তাই সবাইকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিশ এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিশ এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাহবুবুল হাসান মিস্টার, বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিশ এসোসিয়েশন ময়মনসিংহ সদর শাখার সাধারণ সম্পাদক মো. নাছির হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ এক্সট্রা মোহরার নকলনবিশ এসোসিয়েশন জামালপুর সদর শাখার মহিলা বিষয়ক সম্পাদক শিপন বেগম, বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোস্তাসিন বিল্লাহ, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাধারণ নকলনবিশ শান্তনা বেগম, মেরিনা বেগম, আজহার হোসেন প্রমুখ।
বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিশ এসোসিয়েশন জামালপুর জেলা ও সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।