রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উৎসব পালিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় প্রেসক্লাব জামালপুরের সভাকক্ষে আলোচনা সভা ও কেক কেটে পত্রিকাটির দুই দশক পূর্তি উৎসব পালিত হয় ।
প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে দুই দশক পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নয়া দিগন্তের জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল। প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহরাব হোসাইন, ডিবির (ওসি) মো. নাজমুস সাকিব, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।
বহুল প্রচারিত ও কোটি পাঠকের প্রিয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর মো. মনিরুজ্জামান, প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি সাঈদ পারভেজ তুহিন, সময়ের আলোর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান কাজল, বণিক বার্তার জেলা প্রতিনিধি আরিফুজ্জামান আকন্দ, পিবিএ’র স্টাফ রিপোর্টার রাজন্য রুহানি, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ময়না আকন্দ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন, যমুনা টিভির জেলা প্রতিনিধি সাগর ফারাজি, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রকিব হাসান নয়ন, ঢাকা টাইমসে জেলা প্রতিনিধি মো. ইমরান মাহমুদ, নয়া দিগন্তের দেওয়ানগঞ্জ সংবাদদাতা খাদেমুল ইসলাম, সরিষাবাড়ী সংবাদদাতা এস. এম ইব্রাহিম হোসাইন, সাংবাদিক আল-মোজাহিদ বাবু, সময় টিভির ক্যামেরা পার্সন আবুল কালাম আজাদসহ স্থানীয় সাংবাদিক ও সূধীবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।