জামালপুরে নৌকা ডুবে ৫ বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

পিবিএ, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিখাই বিলে ৯ খালাতো ভাই-বোন বেড়াতে গেলে নৌকা ডুবে পাঁচ বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার( ২৫ জুলাই) বেলা ১১টায় উপজেলার আউনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তাঁরা হলেন সুবর্ণা (১৮), তাঁর ছোট বোন ঝুমা (১০), তিন খালাতো বোন জান্নাত বেগম (১০), রতসী (১০) ও অন্তরা বেগম (১৬)। সুবর্ণা স্থানীয় কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম খবিরউদ্দীন। জান্নাত বেগমের বাবার নাম জবানুর রহমান। তিনি ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। রতসীর বাবা রিপন মিয়া সৌদিপ্রবাসী। অন্তরা বেগমের বাবার নাম মোস্তফা, তাঁর একটি সাইকেল মেরামতের দোকান রয়েছে। সবার বাড়িই কালিকাপুর গ্রামে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে নৌকায় করে নিখাই বিলে বেড়াতে বের হন একই পরিবারের নয় ভাইবোন। একপর্যায়ে নৌকাটি উল্টে যায়। স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করতে পারলেও পাঁচ বোন ডুবে যায়। দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...