রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার পুর্ব প্রস্তুতি বিষয়ক সাড়াদান মহড়া অনুষ্ঠান করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বন্যায় আগাম সাড়াদান কর্মসুচি-২০২৪ প্রকল্পের আওতায় ঢাকা আহসানিয়া মিশনের আয়োজনে উপজেলার হাড়গিলা উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্রয়কেন্দ্রে পুনর্বাসন, বন্যার পানি থেকে শিশু উদ্ধার বিষয়ক ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম, কৃষক, নারী ও শিক্ষার্থী সমাবেশ, বন্যা সতর্কীকরণ ফলক নির্দেশক ও গবাদী পশুর ভ্যাকসিন বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া প্রাণিসম্পদ পরিচর্যা, এনজিও এবং জরুরি আর্থিক লেনদেন সেবা, জরুরি স্বাস্থ্যসেবাসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মহড়ায় নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী রোমান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামান আব্দুন নাসের বাবুল। এছাড়াও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, ওয়াল্ড ফুড প্রোগামের প্রোগাম পলিসি অফিসার শশংশকর চন্দ্র দাস, ঢাকা আহসানিয়া মিশনের যুগ্ন পরিচালক মো. জাহাঙ্গীর আলম, হাড়গিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম, ফ্লাড এন্টিসিপেটরী অ্যাকশন প্রোগাম ২০২৪ এর ঢাকা আহসানিয়া মিশনের জেলা সমন্বয়কারী মো. নুরুল হক ফকির, উপজেলা সমন্বয়কারী রেখা আক্তার, আসাদ উল্লাহ, জিএম শামছুজ্জোহা, মেইল অফিসার মো. জ্বিলানী ও এ প্রজেক্টে জেলার ছয়টি উপজেলায় কর্মরত ফিল্ড ফ্যাসিলেটর বৃন্দ (এফএফ) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব খাদ্য কর্মসুচি (WFP) এর অর্থায়নে ঢাকা আহ্ছানিয়া মিশন বন্যায় আগাম সাড়াদান প্রকল্প-২০২৪ বাস্তবায়ন করছে। জামালপুর জেলা সদর ব্যতীত বাকি ছয়টি উপজেলায় এ প্রকল্প চলমান রয়েছে।