জামালপুরে বন্যা আরো অবনতি: ৭০ হাজার মানুষ পানিবন্দী

পিবিএ, জামালপুর: টানা বর্ষণ ও উজানের পাহাড়ী ঢলে জামালপুরে যমুনা-ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৫৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের ১৭ টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত ৭০ হাজার মানুষ পানিবন্দী হয়েছে। যমুনার তীব্র স্রোতে ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের ৩টি সংযোগ সড়ক বাঁধ ভেঙ্গে গেছে। বন্যার কারনে জেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা কবলিত এলাকার প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্যা দুর্গতদের জন্য জেলায় ৯০ মেট্রিক টন চাল, নগদ ২ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

পিবিএ/বাখ

আরও পড়ুন...