জামালপুরে ব্রহ্মপুত্র নদের দূষণ রোধে মানববন্ধন ও পরিচ্ছন্নতা অভিযান

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে নদনদী দূষণ বন্ধ এবং প্লাস্টিক পণ্য বর্জনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। একই সঙ্গে ব্রহ্মপুত্র নদ পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে জামালপুর ব্রহ্মপুত্র ব্রিজে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে নদনদী দূষণ বন্ধ এবং প্লাস্টিক পণ্য বর্জনের এ দাবি জানানো হয়।

বাপা জেলা কমিটির প্রধান উপদেষ্টা মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা জেলা শাখার উপদেষ্টা আমির উদ্দিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক এনামুল হক রতন, বাপা জলা কমিটির সদস্য মশিউল হক, শামীমা বেগম, পরিবেশ বিজ্ঞানী তৌহিদুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে এসপিকে, ধরাসহ বিভিন্ন পর্যায়ের সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধন শেষে ঘন্টাব্যপী বহ্মপুত্র নদে পড়ে থাকা পলিথিন, প্লাস্টিকসহ বিভিন্ন দূষিত বর্জ্য পরিস্কার করেন বাপার সদস্যরা। একই সঙ্গে প্লাস্টিক ও পলিথিন পণ্য বর্জনের জন্য শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারণা চালায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রহ্মপুত্রসহ জামালপুরের সবগুলো নদনদী দখল, দূষণের মহোৎস চলছে দীর্ঘদিন ধরে। প্রতিরোধে সরকারের নদী কমিশন ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করছে। স্থানীয় প্রশাসনও নির্বিকার। নদনদী দখল ও ভরাট করে প্রভাবশালী মহল নানা স্থাপনা তৈরি করছে। বালু উত্তোলন করে নদীগুলো ধংস করা হচ্ছে। জামালপুর ঝুঁকি মধ্যে পড়ছে, সড়ক, মহাসড়ক, আবাদি জমি, জনবসতি। জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। পরিবেশের ভারসাম্য নষট হচ্ছে।

বক্তারা বলেন, রাজনৈতিক প্রভাবমূক্ত বর্তমান পরিবর্তিত বাংলাদেশে অন্তর্বতীকালীন সরকার নদী রক্ষায় কঠোর পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন...