জামালপুরে ভূমিহীনদের বাসস্থানের খাস জমির বন্দোবস্ত দেওয়ার দাবি

পিবিএ,জামালপুর: জামালপুর জেলার ভূমিহীনদের বাসস্থানের জন্য জেলার খাস জমির বন্দোবস্ত দেওয়ার দাবি করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।

আজ ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে জেলা প্রশাসককে ৫ দফা দাবি সম্বলিত আবেদন পত্রে এ দাবি করে দেশ ভূমিহীন আন্দোলন জামালপুর জেলা শাখা।

আবেদনপত্রে সংগঠনের পক্ষ থেকে লিখিত দাবীগুলো পেশ করা হয়,
১. ১৯৭৩ সনের ৩ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জনসভায় ভূমিহীনদের জন্য যে কর্মসূচীর ঘোষণা দিয়েছেন তা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
২. জামালপুর জেলার রেললাইন ও রাস্তার দুই পাশে যে সকল ভূমিহীন অসহায় লোক বসবাস করে তাদেরকে পুনর্বাসন করতে হবে।
৩. ভূমিদস্যুদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্টন করতে হবে।
৪. জেলা/উপজেলা খাস জমি বন্টন কমিটিতে ভূমিহীন নেতৃবৃন্দদের রাখতে হবে।
৫. প্রতি ইউনিয়নে ভূমিহীন কৃষি সমবায় সমিতি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’র প্রধান উপদেষ্টা মোঃ ইকবাল আমীন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাঃ আব্দুর রাজ্জাক, আইন বিষয়ক উপদেষ্টা এড. মীর মোজাম্মেল হোসেন (মিলন), সাংগঠনিক উপদেষ্টা নয়ন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য মোঃ ফজলুর রহমান, জামালপুর জেলা আহ্বায়ক গাজী মাজহারুল ইসলাম, সদস্য সচিব মোঃ শহীদুল ইসলাম, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক ডাঃ নাসির উদ্দিন, ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক খালেদুজ্জামান পারভেজ বুলবুল প্রমুখ।

পিবিএ/এসডি

আরও পড়ুন...