পিবিএ,জামালপুর: পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী ও পুত্রকে খুন করেছে স্বামী হারুন অর রশিদ পলাশ। ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুরের মাদারগঞ্জে মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাতে ঘটেছে এ ঘটনা। বুধবার (২৬ আগস্ট) সকালে ওই মা-পুত্রের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহত মা ও পুত্র হলো মমিনা আক্তার শিখা (৪০) ও ৩ বছর বয়সী ছেলে তাওহীদ। ঘাতক স্বামী হারুন অর রশিদ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর গ্রামের গ্রামের ফজলুল হকের পুত্র।
নিহত মমিনা আক্তার শিখার ছোট বোন নাসরিন তাবাসসুম কেয়া জানান, কাঠমিল মালিক হারুন অর রশিদ পলাশ দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত। এ নিয়ে তাদেও মধ্যে দাম্পত্য কলহ চলছিল। স্ত্রী মমিনা আক্তার শিখা পরকীয়ায় বাধা দেওয়ায় বুধবার মধ্যরাতে তাকে এবং তার তিন বছরের শিশু পুত্র তাওহীদকে হারুনুর অর রশিদ পলাশ হত্যা করে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার মধ্যরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করার পর হারুন অর রশিদ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জনান, নিহতদেরকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পিবিএ/রাজন্য রুহানি/এসডি