পিবিএ,জামালপুরঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে ৩০ যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের ৩ দিন পর আরো ২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
শনিবার সকালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার প্রজাপতি চরে যমুনা নদীর পাড়ে ফজলুল হকের স্ত্রী কা ন বালা (৪৫) ও কমল আলীর স্ত্রী আকঁন বিবি (৬০) এর অর্ধগলিত মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
উদ্ধারকৃত দু’জনেরই বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের চর হালকা হাবড়া বাড়ি গ্রামে। নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার নিশ্চিত করেছেন বাহাদুরাবাদ নৌ থানার ওসি মিজানুর রহমান। নৌকা ডুবিতে ৩০জন যাত্রীর মধ্যে ২৪জন জীবিত উদ্ধার করা হলেও গত দুইদিনে ৪জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
এখনো ২জন নিখোঁজ রয়েছে। উল্লেখ্য, ৭ আগষ্ট রাতে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ এর চাল উত্তোলন করে চর হালকা হাবড়া বাড়ি ফেরার পথে টিনের চর পৌছলে বৈরী আবহাওয়ার মুখে ৩০ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজের ঘটনায় চর হালকা হাবড়া বাড়ি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের লোকজনের মধ্যে চলছে শোকের মাতম।
পিবিএ/মুকুল রানা/ইকে