জামালপুরে লাইসেন্স না থাকায় ৪ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুর পৌর অঞ্চলে লাইসেন্স না থাকায় যৌথ অভিযানে ৪টি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে এবং ভেকু দিয়ে ভাটার সরঞ্জাম ধ্বংস করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ এই আদালত পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদফতরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো ডাকপাড়ার মেসার্স স্টার ব্রিকস, বিলপাড়া এলাকার মেসার্স রুপালি ব্রিকস, জঙ্গলপাড়া বোডঘর এলাকার মেসার্স কিং ব্রিকস ও একই এলাকার মেসার্স স্টার ওয়ান ব্রিকস।

ভ্রাম্যমাণ আদালতেের যৌথ অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি জানান, ‘যৌথ অভিযানে লাইসেন্স না থাকায় ৪ ইটভাটাকে ২৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন...