রাজন্য রুহানি,জামালপুর: জামালপুর শহরের শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেক শহর বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এড. রিশাদ রেজওয়ান বাবুর সৌজন্যে বিতরণ করা হয় এই শীতবস্ত্র।
শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের কম্পপুর মধ্যপাড়া মাস্টার মার্কেট এলাকায় ১১০টি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নূর ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহামান শাহিন প্রমুখ।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি বলেন, শীতসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময় মানুষের পাশে থেকেছে বিএনপি। কারণ বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ গরিব-অসহায়দের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য রাজনীতি করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের পাশে থেকে সবসময় কাজ করছে বিএনপির নেতাকর্মীরা।