জামালপুরে সাংবাদিকের উপর হামলাকারী আরেক আসামি গ্রেফতার

পিবিএ,জামালপুর: জামালপুরে সাংবাদিককে পিটিয়ে দুই পা ভেঙে দেয়ার আরেক আসামি সন্ত্রাসী তুষার খানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি এলাকায় শ^শুড়বাড়ি থেকে তাকে গ্রেফাতার করা হয়। তুষার খানকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে পাঠিয়েছেন বিজ্ঞ বিচারিক হাকিম। এর আগে মামলার আরেক আসামি পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর ছেলে রাকিব খানকে জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ পর্যন্ত দুই আসামি গ্রেফতার হলেও এখনও পলাতক রয়েছে হাসানুজ্জামান খান রুনুসহ অন্যান্য আসামিরা।

সাংবাদিক শেলু আকন্দসহ একাধিক সাংবাদিকের ওপর হামলাকারী কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রভাবশালীদের ছত্রছায়ায় তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসী হাসানুজ্জামান খান রুনুকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তিসহ ৭ দফা দাবিতে রোববার (২২ডিসেম্বর) জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

হাসানুজ্জামান খান রুনুর রুনুকে কাউন্সিলরের পদ থেকে অব্যাহতি, স্ট্যাম্প ভেন্ডার সনদ বাতিল, ভুয়া জমা-খারিজ মূলে সম্পাদিত দলিলের তদন্ত, তার কোটি কোটি টাকার সম্পদের উৎস খতিয়ে দেখা ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে নানা কর্মসুচি পালন করছে জামালপুরের কর্মরত সাংবাদিকরা।প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাতে সাংবাদিক শেলু আকন্দকে দেশীয় অস্ত্র লোহার পাইপ ও শাবল দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে কাউন্সিলর রুনু খানের নেতৃত্বে সন্ত্রাসীরা। আহত শেলু আকন্দ ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পিবিএ/রাজন্য রুহানি/বিএইচ

আরও পড়ুন...