জামালপুরে হামলা ও নাশকতা: ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত থেকে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পিয়াস হাসান নীল ও আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগকর্মী সিয়াম।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জামালপুরে ছাত্রজনতার মিছিলে হামলা এবং নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন...