জামালপুরে ২ দিনব্যাপী নকল নবিশের কলম বিরতি

পিবিএ,জামালপুর: কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে চাকরি স্থায়ী করণের দাবিতে জামালপুরে ২ দিনব্যাপী কলম বিরতি শুরু করেছে বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন জামালপুর সদর শাখা।


রবিবার সকাল থেকে কলম বিরতি শুরু করে জামালপুর রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনের সামনে অবস্থান নেয় নকল নবিশরা। সংগঠনের জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নকল নবিশ ফজলুল হক, মোছা: শিপন বেগম, আব্দুল মালেক প্রমুখ ।

এ সময় বক্তারা ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঘোষণা অনুযায়ী এক্সট্রা -মোহরার নকল নবিশদের চাকরি স্থায়ী করণের দাবি জানান। বক্তারা অনতিবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন। আগামীকাল সোমবার পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে বলে তারা জানান।
পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...