জামালপুরে ৫ চিকিৎসকসহ নতুন করে ৯ জন আক্রান্ত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ৫ জন চিকিৎসকসহ নতুন করে ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে জামালপুর সদরে ছয়জন, বকশীগঞ্জ উপজেলায় দুজন ও দেওয়ানগঞ্জে একজন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৭৯ জনে দাঁড়াল।

জামালপুর সদরে আক্রান্ত পাঁচজনের চারজনই শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে কর্মরত চিকিৎসক। পিসিআর ল্যাবে কর্মরত চারজন চিকিৎসক আক্রান্ত হওয়ায় আজ রবিবার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য এই ল্যাবে নমুনা পরীক্ষার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। শনিবার (২৩ মে) মাঝরাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন প্রণয় কান্তি দাস।

নতুন আক্রান্তরা হলেন শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে কর্মরত একজন নারী চিকিৎসকসহ চারজন চিকিৎসক। তাদের বয়স ৩২ থেকে ৪৬ বছরের মধ্যে। সদরের অপর একজন হলেন শহরের শহীদ হারুন সড়কের ৩০ বছর বয়সী এক যুবক। বকশীগঞ্জ উপজেলায় আক্রান্ত দু’জনের মধ্যে উপজেলা হাসপাতালের ৩২ বছর বয়সী একজন চিকিৎসক ও একই উপজেলার দক্ষিণ কামালপুর গ্রামে ঢাকাফেরত ৪৫ বছর বয়সী একজন নারী রয়েছেন। দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে মুন্সিগঞ্জফেরত ২৫ বছর বয়সী একজন ধানাকাটা শ্রমিক। এছাড়া শেরপুর হতে শনাক্তকৃত একজন পুলিশ সদস্যের বাড়ি জামালপুর সদরের ঘোড়াধাপ ইউনিয়নে হওয়ায় তাকে জামালপুর সদর উপজেলার রোগী হিসেবে সংযোজন করা হয়েছে।

জেলায় এ পর্যন্ত আক্রান্তের তালিকায় সরিষাবাড়ীতে ১৩, মেলান্দহে ৪৭, মাদারগঞ্জে ১৩, বকশীগঞ্জে ১৪, দেওয়ানগঞ্জে ১০, ইসলামপুরে ২৭, সদরে ৫৫ জন রয়েছেন।

সিভিল সার্জন প্রণয় কান্তি দাস পিবিএ’কে জানান, জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে শনিবার ৯৩টি নমুনা পরীক্ষা শেষে আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এদের মধ্যে জামালপুর সদরে চারজন চিকিৎসক ও বকশিগঞ্জে একজন চিকিৎসক রয়েছেন। সদরে আক্রান্ত চারজন চিকিৎসকই জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে কর্মরত ছিলেন। এই চারজন চিকিৎসকের মধ্যে একজনকে জামালপুর সদর হাসপাতালের আবাসিক ভবনে ও বাকি তিনজনকে শহরের একটি আবাসিক হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া বকশীগঞ্জ উপজেলায় আক্রান্ত চিকিৎসককে উপজেলা হাসপাতালের আবাসিক ভবনে আইসোলেশনে রাখা হয়েছে। বাকিদের জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের প্রাতিষ্ঠানিক আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ১৭৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫ জন। শনাক্তদের মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলায় এক ব্যক্তি, ইসলামপুর উপজেলার দুজন নারী ও মেলান্দহ উপজেলায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

পিবিএ/রাজন্য রুহানি/এমএ

আরও পড়ুন...