রাজন্য রুহানি,জামালপুর: বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জামালপুর জেলা ইউনিটের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বিকেলে শহরের একটি রেস্তোরায় এ সাধারণ সভার আয়োজন করা হয়।
মেসার্স ইসলামপুর ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ডিলার মো. নূরুল ইসলাম নবাবের সভাপতিত্বে ও ডিলার আব্দুল মজিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডিলার মো. চাঁন মিয়া চানু, শ্যামল চন্দ্র সাহা, মামুনুর রশিদ ফকির, আব্দুল করিম ঢালী, আব্দুস সালাম ও আলতাফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বিগতদিনে কমিটির নেতৃবৃন্দ সার বরাদ্দ নিয়ে ডিলারদের সাথে বৈষম্য করেছে। ডিলারদেরকে একজায়গা থেকে অন্য জায়গায় বদলী করে তাদেরকে হয়রানি করা হয়েছে। তারা আরও বলেন, সুবিধা নেওয়ার নামে তারা প্রত্যেক ডিলারদের কাছ থেকে চাঁদা নিয়েছেন। কিন্তু ডিলাররা কোন সুবিধা পায়নি। আমরা আশা করবো নতুন কমিটি ডিলারদের সাথে সকল কার্যক্রম চালিয়ে যাবে এবং তাদের সকল সমস্যা সমাধানে পাশে থাকবেন।
সাধারণ সভা শেষে উপস্থিত ১৪০জন ডিলারের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মো. চান মিয়া চানু, সাধারণ সম্পাদক পদে মো. নূরুল ইসলাম নবাব ও মো. নাজমুল হুদা খানকে কোষাধ্যক্ষ করে তিন বছর মেয়াদী কমিটি ঘোষনা করা হয়।