জামালপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাময়িক বহিষ্কার

রাজন্য রুহানি,জামালপুর: দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছেন জামালপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাদী সিয়াম। বৃহস্পতিবার (২৮ মে) রাতে জেলা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্তে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিহাদুল আলম নিহাদ ও মাকসুদ বিন জালাল প্লাবন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে আরও বলা হয়, ওই সহ-সভাপতিকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিহাদুল আলম নিহাদ পিবিএ’কে জানান, ৫ মে ওই সহ-সভাপতি তার ফেসবুক ওয়ালে মিথ্যা তথ্য সন্নিবেশিত করে একটি রাজনৈতিক স্ট্যাটাস দেন। ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ স্ট্যাটাসটি ভাইরাল হলে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই বৃহস্পতিবার (২৮ মে) রাতে জেলা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্তে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া তাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...