জামালপুর পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি

রাজন্য রুহানি,জামালপুর: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। মো. মাহবুবুর রহমান মাসুদকে সভাপতি ও মো. মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়। ময়মনসিংহ জোন কমটির সুপারিশে নবগঠিত এ কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যন্যরা হলেন, সহ-সভাপতি মাহফুজুর রহমান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুক্তি, সাংগঠনিক সম্পাদক মো. মুক্তার হোসেন শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মনোহর বাদশা, কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন, প্রচার সম্পাদক শেখ ফরিদ, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা খাতুন, কার্যকরী সদস্য মো. বায়জিদ উল্লাহ প্রমুখ।

ময়মনসিংহ জোন কমিটির সভাপতি মো. তৌহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বায়জিদ উল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সাব্বির করিম ও অর্থ সম্পাদক মো. জামির হোসেন।

জানা গেছে, সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির ২৬’শ সদস্য রয়েছে। ৫০টিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন...