জামালপুর জেলা সমিতি ইউকে’র নয়া আহ্বায়ক কমিটি

পিবিএ,জামালপুর: জামালপুর জেলা সমিতি ইউকে’র নয়া আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। মকবুল হোসেন মুকুলকে আহ্বায়ক, কবীর হাশমীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠিত হয়।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন ফেরদৌস রহমান, মেজর (অবঃ) জাবেরুল ইসলাম জিলানী, আশরাফ পারভেজ, শাহজাহান সিরাজ, মাহবুব মুকুল, শফিকুল ইসলাম লিটন, মেহেদী বকুল, পিপলু খান, আমিনুল ইসলাম রতন, আবু সাঈদ, রেবেকা সুলতানা, লিলিয়ান আফরোজ ইলিমা ও রাজিয়া কুইন।

সোমবার (১৮ মে) নয়া আহ্বায়ক কমিটির সদস্য সচিব কবীর হাশমী পিবিএ’কে জানান, ১৩ মে জামালপুর জেলা সমিতি ইউকের কার্যনির্বাহী কমিটির এক জরুরি ভার্জুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সাবেক সভাপতি সৈয়দ শামীম জামানের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্নসহ সমিতির অনুদানের অর্থ ব্যাংক একাউন্ট থেকে নিজ কোম্পানির একাউন্টে ট্রান্সফার করে আত্মসাৎ ও সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগে সাধারণ সম্পাদক রুহুল আমীন রতনকে বহিষ্কার ও কমিটি ভেঙে নয়া আহ্বায়ক কমিটি গঠনের দাবি তোলেন জামালপুর জেলা সমিতি ইউকে’র উপদেষ্টা ও সদস্যদরা।

দাবির প্রেক্ষিতে ১৫ মে মকবুল হোসেন মুকুলকে আহ্বায়ক ও কবীর হাশমীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট নয়া আহ্বায়ক কমিটি গঠিত হয়।

সমিতি সূত্র জানায়, জামালপুর সমিতি ইউকে’র আয়োজনে লন্ডনস্থ জামালপুরবাসীর মিলনমেলা পিঠা উৎসব অনুষ্ঠানের পর থেকে সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত হন তৎকালীন সাধারণ সম্পাদক রুহুল আমীন রতন। কিছু সদস্য নিয়ে সংগঠন বিরোধী গোপন বৈঠক করেন তিনি। এরপর ৩০ এপ্রিল জামালপুর সমিতির ফেসবুক গ্রুপে রুহুল আমীন রতন পোস্ট দেন যে, সমিতির সভাপতি সৈয়দ শামীম জামান সমিতির অনুদানে সংগ্রহকৃত অর্থ ব্যাংক একাউন্টে জমা থাকা ৮০০ পাউন্ড উত্তোলন করেছে এবং সাধারণ সম্পাদককে বাদ দিয়ে ব্যাংক একাউন্ট ফ্রিজ করেছে। ওই দিনই ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, ব্যাংক একাউন্টে ৮০০ পাউন্ড নয় ১০৭২.৮৬ পাউন্ড জমা ছিল ও একাউন্টও সচল আছে।

১২ মে সাধারণ সম্পাদক রুহুল আমীন কিছু সদস্যের কাছে ব্যাংক স্টেটম্যান পাঠিয়েছিলেন। তার পাঠানো ব্যাংক স্টেটম্যানে লক্ষ্য করা যায়, গত ৫ মে ২০২০ তারিখে সমিতির একাউন্ট থেকে ১০৭২.৮৬ পাউন্ড টোটাল হেলথ কেয়ার কোম্পানি ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হয়েছে। যার মালিক রুহুল মালিক রুহুল আমীন রতন। যে একাউন্টে সমিতির ব্যাংক একাউন্টের টাকা ট্রান্সফার হয়েছে সেই ব্যাংক একাউন্টও রুহুল আমীন রতনের নামে। সদস্যরা টোটাল থেলথ কেয়ার নামে কোম্পানি সার্চ দিয়ে কোম্পানিটির মালিক রুহুল আমীন রতন বলে জানতে পারেন।

সমিতির সাবেক সভাপতি সৈয়দ শামীম জামান পিবিএ’কে জানান, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ওই সাধারণ সম্পাদক সমিতির সদস্যদের মাঝে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে। আমাকে নিয়ে অসত্য তথ্য পরিবেশন করায় সমিতির সদস্যদের কাছে বিচার দাবি করেছি।

সমিতির সাবেক সভাপতির ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন, অর্থ আত্মসাৎ ও সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগে সাধারণ সম্পাদক রুহুল আমীন রতনকে বহিষ্কারসহ কমিটি ভেঙে দিয়ে ১৫ মে গঠিত হয় ১৩ সদস্য বিশিষ্ট নয়া আহ্বায়ক কমিটি।

নয়া আহ্বায়ক কমিটি জামালপুরের কৃষ্টি বিদেশের মাটিতে ছড়িয়ে দিয়ে প্রাণের জন্মভূমির উন্নয়নে অংশগ্রহণ, প্রবাসী জামালপুরবাসীর ঐক্য সুদৃঢ়, সমিতির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি এবং পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনে আশাবাদ ব্যক্ত করেছেন সমিতির সদস্যরা।

নবগঠিত কমিটির আহ্বায়ক মকবুল হোসেন মুকুল ও সদস্য সচিব কবীর হাশমীকে অভিনন্দন জানিয়েছে জামালপুর সমিতি ইউকে’র উপদেষ্টা, সদস্য ও জামালপুরের নানা শ্রেণিপেশার মানুষ।

পিবিএ/রাজন্য রুহানি/বিএইচ

আরও পড়ুন...