“নিরাপত্তাহীনতায় বাদীর পরিবার”

জামিনে এসে বাদীকে মামলা তুলে নেয়াসহ প্রাণনাশের হুমকি!

মোঃ সোহেল রানা,ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে যুবক কে গলায় ছুরির আঘাতে হত্যা চেষ্টার মামলায় আসামি রশিদ (২৭) জামিনে ছাড়া পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। প্রাণনাশের হুমকি পেয়ে ধামরাই থানায় একটি সাধারন ডায়েরী করেছে মামলার বাদী ভূক্তভোগীর বোন সামিনা সুলতান।

বুধবার (১১ মার্চ) বিষয়টি জানান মামলার বাদী ভূক্তভোগীর যুবককের বোন সামিনা সুলতান।

আহত যুবক মোঃ সোহাগ সিকদার (৩০) উপজেলার সুয়াপুর ইউনিয়নের করিম কাইমতারা গ্রামের আবু কালাম এর ছেলে। বাদীনি সম্পর্কে তার বোন। ঘটনাটি ঘটেছে গত ৮ মার্চ দুপুরে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ফুলতলা বাজারে।

আসামীরা হলেন মোঃ রবিন (২২) পিতা রিপন মিয়া ও রশিদ (২৭) পিতা আক্তার হোসেন উভয়ের গ্রাম দানেস্তনগর, হানিফ(৩০) পিতা আঃ হামিদ গ্রাম কুটিরচর, আওলাদ হোসেন (৩৭) পিতা লতিফ গ্রাম শিয়ালকুল, হামিদ (৫৫) পিতা হুকুম আলী গ্রাম কুটিরচর আসামিরা সকলেই উপজেলার সুয়াপুর ইউনিয়নের বাসিন্দা।

জানাযায়,উক্ত মামলার ২নং আসামি রশিদ কে গ্রেফতার করে আদালতে প্রেরন করে ধামরাই থানা পুলিশ,পরে রশিদ জামিনে ছাড়া পেয়ে ভূক্তভোগীসহ মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকিসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এর আগে চলিত মাসের ৮ তারিখে দুপুরের দিকে ফুলতলা বাজারের রাজীবের হোটেলের সমানে আসামীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায় রবিন ছুরি দিয়ে আঘাত করিলে সোহাগ

গলায় মারাত্মক জখম হয়। পরে সোহাগের ডাক চিৎকারে স্থানীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। মারাত্মক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবারসহ স্থানীরা।
এবিষয় ভোক্তভূগি যুবককের বোন মামলার বাদী সামিনা সুলতান বলেন,রশিদ জামানে এসে অনান্য আসামীসহ আমাকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেছে। আসামীরা গন অনেক খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে,আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। পরিশেষে আসামিদের শাস্তির দাবি জানান প্রসাশনের উর্ধতন কর্মকর্তাদের নিকট।

আরও পড়ুন...