পিবিএ ডেস্ক: জার্মানিতে ইহুদিদের উপাসনালয় সিনাগগের সামনে এবং একটি দোকানের সামনে বন্দুকধারীদের গুলিতে অন্তত দু’জন নিহত হয়েছেন। এছাড়াও আরো অনেকেই আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার পূর্ব জার্মানির শহর হ্যালোতে এই ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানায়, একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানান। পুলিশের এক মুখপাত্র জানান, কাবাবের দোকান এবং সিনাগগের হামলার ঘটনায় তারা আলামত নিয়ে কাজ করছে। গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন পুরুষ এবং সেখানে তিনটি হামলাকারীর ইঙ্গিত পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এটি অনুমান নির্ভর।
স্থানীয় পুলিশ এক টুইট বার্তায় জানায়, অনেকগুলো গুলি চালানো হয়েছে। প্রাথমিকভাবে দু’জনের মৃত্যুর কথা জানা গেছে। হামলাকারী গাড়িতে করে পালিয়ে গেছে।
এই ঘটনার পর সামাজিকে যোগাযোগমাধ্যম টুইটারে দুটি ছিব দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায়, হ্যালে শহরের রাস্তায় ক্যামোফ্লেজ করা একজন মানুষ হাঁটছে। তার হাতে রয়েছে একটি রাইফেল। মাথায় হেলমেট। আরেকটি ছবিতে তাকে গুলি করছে এমন দৃশ্য দেখা যায়। এছাড়াও একটি ভিডিও দেখা যায়। যেখানে দেখা যায়, একটি গাড়ির পেছন থেকে এক হামলাকারী গুলি করে যাচ্ছেন।
https://twitter.com/M_Ziesmann/status/1181902603740942336
পিবিএ/এমএসএম