পিবিএ ডেস্ক: বাল্যবিয়ে প্রতিরোধে দুই বছর আগে জার্মানিতে একটি আইন কার্যকর হলেও তা বেশি কাজে আসছে না বলে এক গবেষণায় উঠে এসেছে ৷
নারী অধিকার গোষ্ঠী টেরে ডেস ফেমেস-এর গবেষণায় বলা হয়েছে, ”ওই আইন কার্যকরের পর থেকে প্রতি সপ্তাহেই জার্মানিতে বাল্যবিয়ে হচ্ছে ৷ এই আইনের কার্যকারিতা নগণ্য৷”
বাল্যবিয়ের বিরুদ্ধে লড়াই করতে ২০১৭ সালের ২২ জুলাই এ সংক্রান্ত আইন কার্যকর করে জার্মানি৷ নতুন আইনে বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয় ১৮ বছর ৷
পরিসংখ্যান তুলে টেরে ডেস ফেমেসের গবেষণায় বলা হয়েছে, এই আইনটি কার্যকর হওয়ার পর সারা দেশে কমপক্ষে ৮১৩টি বাল্যবিবাহ নিবন্ধিত হলেও এর মধ্যে মাত্র ১০টি বাতিল করা হয়েছে৷ এই আইন অনুযায়ী, কম বয়সের কারো বিয়ে দেয়া হলে আপনাআপনি বাতিল হয়ে যাওয়ার কথা ৷
টেরে ডেস ফেমেসের বিশেষজ্ঞ মনিকা মিশেল বলেন, ‘‘পরিসংখ্যানগুলো সংকলন করা খুব কঠিন ছিল ৷ আমরা বিশ্বাস করি, পরিসংখ্যানগুলোর চেয়ে বাল্যবিবাহের আসল সংখ্যা আরো অনেক বেশি ৷ আমাদের ধারণা হলো, প্রতি সপ্তাহান্তেই জার্মানিজুড়ে বাল্যবিবাহ হচ্ছে ৷”
পিবিএ/এমএসএম