পিবিএ ডেস্ক : জার্মানির হানাও শহরে দুই দফা বন্দুক হামলায় কমপক্ষে আট জন নিহত হয়েছেন। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্থানীয় সময় বুধবার রাত ১০ টার দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে হামলার পরপরই হামলাকারী পালিয়ে গেছে বলে জানা গেছে। তাদের আটকে পুলিশের অভিযান চলছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা প্রথমে একটি শিশা বারে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে পরে আরেকটি বারে হামলা চালিয়ে আরো পাঁচ জনকে হত্যা করেন।
এই হামলার চারদিন আগে জার্মানির রাজধানী বার্লিনে বন্দুক হামলা চালানো হয়। তখন ওই ঘটনায় একজন নিহত হয়েছিলেন।
পিবিএ/জেডআই