পিবিএ,ঢাকা: বাংলাদেশে নিযুক্ত জার্মানির মান্যবর রাষ্ট্রদূত অচিম ট্রস্টার সহধর্মিনীসহ আজ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে গমণ করেন। ফ্লাইটে উঠার আগে মাননীয় রাষ্ট্রদূতকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক- কাস্টমার সার্ভিস জনাব একেএম জুনাইদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আজ ৩১ আগস্ট ২০২২, বুধবার বিএস-৫৩১ ফ্লাইটে মাননীয় রাষ্ট্রদূত সকাল আটটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। এবং সকাল ৯টায় সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
মাননীয় রাষ্ট্রদূত ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে পছন্দ করায় এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতেও যেকোনো অভ্যন্তরীণ রুটে মান্যবর রাষ্ট্রদূত ইউএস-বাংলা এয়ারলাইন্সে ভ্রমণ করবে- এই প্রত্যাশা ব্যক্ত করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
এখানে উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশে যেকোনো বিবেচনায় একটি বৃহৎ বেসরকারী এয়ারলাইন্স।