পিবিএ,ঢাকা: ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের মূলহোতা ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হানিফ গাজী(৫০)’কে গ্রেফতার করেছে র্যাব-২।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হানিফ গাজী (৫০) একজন জাল টাকা তৈরী চক্রের মূলহোতা। গত ২০১৬ সালে বিপুল পরিমাণ জাল টাকাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়।
পরবর্তীতে আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী থানায় মামলা নং-৩(৭)১৬ ধারা- বিশেষ ক্ষমতা আইন ২৫(এ) মামলা রুজু করা হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী তিন মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী মোঃ হানিফ গাজী (৫০)’কে চৌদ্দ বছর কারাদণ্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামী দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে পলাতক সাজাপ্রাপ্ত আসামী মোঃ হানিফ গাজী (৫০)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
র্যাব-২’র একটি আভিযানিক দল গতকাল (১৭ জুন) রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হানিফ গাজী (৫০)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরীর সাথে তার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, সে একজন সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা, সে জাল টাকার নোট তৈরী করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কম মূল্যে বিপুল পরিমাণ জাল টাকার নোট সরবরাহ করে। জাল টাকা তৈরী করে দেশের বিভিন্ন হাটবাজারে সরবরাহ করে থাকে।
জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে মৌসুমী ফলের ব্যবসা করত। উক্ত কাজের আড়ালে চক্রের সদস্যদের কাছে জাল টাকার নোট সরবরাহ ও বিক্রি করত। এছাড়াও বর্ণিত আসামীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক বিশেষ ক্ষমতা আইন এবং প্রতারণার মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে তাহার সহযোগী জাল টাকা তৈরী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।