জায়েদ খান ঢাবি থেকে অনার্স মাস্টার্স

পিবিএ ডেস্ক: জায়েদ খান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তিনি মূলত ঢালিউডের চলচ্চিত্রে অভিনয় করেন। মহম্মদ হান্‌নান পরিচালিত ভালবাসা ভালবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

jayed

জায়েদ খান এসএসসি পাস করে ১৯৯৫ সালে ঢাকা আসেন। ভর্তি হন ঢাকা সিটি কলেজে। থাকতেন মধুমিতা সিনেমা হলের পেছনে বোনের বাসায়। উচ্চ মাধ্যমিক পাস করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। এই বিভাগ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে গেছেন এ বিভাগের শিক্ষার্থীরা।

জায়েদ খান ইতিহাস থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন । তারা চার ভাইবোন এবং সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। ২০১২ সালে জায়েদ খানের মা মিসেস শাহিদা হক ‘রত্নগর্ভা’ হিসেবে পুরস্কৃত হন।

পিরোজপুরের এক প্রযোজক অভিনয়ের সুযোগ দেন তাঁকে। চলচ্চিত্রে জায়েদ খানের যাত্রা শুরু হয় ভালবাসা ভালবাসা (২০০৮) দিয়ে। রোম্যান্টিক ধাঁচের এই ছবিটির পরিচালনা করেন মহম্মদ হান্‌নান। এতে আরও অভিনয় করেন রিয়াজ এবং শাবনূর। পরের বছর তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত কাজের মানুষ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন ছুঁয়েছে মন ছবিতে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকসাওয়ালার ছেলে।

২০১২ সালে জায়েদ খানকে শাবনূরের বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে আত্মগোপন ছবিতে দেখা যায়। ছবিটি পরিচালনা করেন এম এম সরকার। ২০১৪ সালে তার অভিনীত চলচ্চিত্রগুলো হল মাশরুর পারভেজ ও আকিব পারভেজের যৌথ পরিচালনার অদৃশ্য শত্রু, রকিবুল আলম রকিবের প্রেম করবো তোমার সাথে, আজাদ খানের দাবাং, মনতাজুর রহমান আকবরের মাই নেম ইজ সিমি এবং রাজু চৌধুরীর তোকে ভালোবাসতেই হবে। ২০১৫ সালে তিনি শাহ্‌ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন ছবিতে অভিনয় করেন। একই বছর তিনি রকিবুল আলম রকিব পরিচালিত নগর মাস্তান ছবিতে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন পরীমনি।

২০১৭ সালে প্রযোজনায় নাম লেখান জায়েদ খান। তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র অন্তর জ্বালা (২০১৭)। অপরাধ-অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি পরিচালনা করেন মালেক আফসারী। এতে তার বিপরীতে রয়েছেন পরীমনি। একই বছর তিনি জিয়াউর রহমান জিয়া নির্দেশিত লাইট ক্যামেরা অ্যাকশন টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন। এটি তার অভিনীত প্রথম টেলিভিশন চলচ্চিত্র। এতে তার বিপরীতে রয়েছেন নিপুণ।

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র পরিচালক টীকা
২০০৮ ভালবাসা ভালবাসা মহম্মদ হান্‌নান অভিনীত প্রথম চলচ্চিত্র
২০০৯ কাজের মানুষ মনতাজুর রহমান আকবর
মন ছুঁয়েছে মন বিজয় মোস্তাফিজুর রহমান মানিক
২০১০ আমার স্বপ্ন আমার সংসার এফ আই মানিক
মায়ের চোখ মনতাজুর রহমান আকবর
রিকসাওয়ালার ছেলে মনতাজুর রহমান আকবর
২০১১ আমার পৃথিবী তুমি গাজী মাহবুব
২০১২ আত্মগোপন এম এম সরকার
২০১৪ অদৃশ্য শত্রু জুবায়ের মাশরুর পারভেজ, আকিব পারভেজ
প্রেম করবো তোমার সাথে স্বাধীন রকিবুল আলম রকিব
দাবাং আজাদ আজাদ খান
তোকে ভালোবাসতেই হবে রাজু রাজু চৌধুরী
মাই নেম ইজ সিমি মনতাজুর রহমান আকবর
২০১৫ ভালোবাসা সীমাহীন শাহ্‌ আলম মন্ডল
নগর মাস্তান রকিবুল আলম রকিব
২০১৭ অন্তর জ্বালা মালেক আফসারী প্রযোজিত চলচ্চিত্র, আসন্ন মুক্তি

পিবিএ/জেআই

আরও পড়ুন...