জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান করায় মিষ্টি বিতরণ

পিবিএ,নীলফামারী: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে পূণ:রায় বহাল করায় নীলফামারী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: রাকিব খানের উদ্যোগে সৈয়দপুরে মিলাদ মাহফিল ও ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল (শনিবার) দুপুরে শহরের মুনিরিয়া খানকাহ তে বাদ জোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডস্থ ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় নীলফামারী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: রাকিব খান বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করাসহ সার্বিক ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে জি এম কাদের ইতিপূর্বে বিভিন্ন সঙ্কট মূহুর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জিএম কাদেরকে আবারও কো-চেয়ারম্যান করায় আগামীতে একইভাবে দলের প্রয়োজনে তিনি সর্বাত্মকভাবে ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। তার সুদক্ষ পরিচালনায় জাতীয় পার্টি আগামীতে আরও সুচারুরূপে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হতে পারবে। আমরা তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

পিবিএ/জেডএইচ/হক

আরও পড়ুন...