পিবিএ,রংপুর: গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এক সাংগঠনিক নির্দেশনায় জিএম কাদেরকে পুনরায় জাপার কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
তেরো দিনের মাথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তাকেই আবার স্বপদে বহাল করলেন।
গত ২২ মার্চ তাকে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন এরশাদ। কেউ কেউ মনে করেন, উত্তরের নেতাদের গণপদত্যাগের হুমকিতে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। রংপুর বিভাগের নেতারা কাদেরকে পুনর্বহালের দাবিতে আল্টিমেটাম দেন ৫ এপ্রিল পর্যন্ত। এখবর নিশ্চিত করেন দলের সাংগঠনিক সম্পাদক রংপুর মহানগর জাপার সাধারন সম্পাদক এস এম ইয়াসীর। তিনি বলেন স্যার এই দাবী মেনে নেয়ায় আমরা স্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমরা রংপুর সিটি মেয়র মোস্তফা ( ভাই) সহ অনেকে ছিলাম।
পিবিএ/এসকে/হক