জিমে এসেছে দুই ক্রিকেটার

পিবিএ স্পোর্টস: ১৩ দফা দাবি মেনে নেওয়ায় ধর্মঘট শেষ করলেন ক্রিকেটাররা। আন্দোলনের পর আজ শুক্রবার বিকেলে ভারতের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পে মাঠে নামছে জাতীয় দলের ক্রিকেটাররা।

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ধর্মপ্রাণ। যেহেতু জুমআর দিন, তাই সকালে প্র্যাকটিস সূচি রাখা হয়নি। শুক্রবার বিকেল তিনটায় শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন। তবে জিমে অংশগ্রহণ করতে এসেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও আল আমিন। ট্রেনিং সিডিউল দেয়া আছে, প্রথমদিন অর্থাৎ আজ রাখা হয়েছে স্কিল ট্রেনিং। তার আগের দু’দিন মানে ২৩ অক্টোবর ছিল ফিটনেস টেস্ট।

আজ যেহেতু প্রথম দিন, তাই ফিটনেস ট্রেনিং হবে? না স্কিল ট্রেনিং করবেন টাইগাররা? তা জানা যাবে বিকেলে। এছাড়া প্রস্তুতি ক্যাম্পে টাইগারদের সাথে যোগ দিতে শিগগিরই আসছেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...