জিসাসের প্রতিষ্ঠাতা আবুল হাসেম রানা আর নেই

পিবিএ,ঢাকা: জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হাসেম রানা আর নেই। শুক্রবার কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম রিপন এ তথ্য নিশ্চিত করেন।

আরিফুল ইসলাম রিপন বলেন, তিনি গত সোমবার (২৯ এপ্রিল) ব্রেন স্ট্রোক করে কুমিল্লার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ (শুক্রবার) দুপুর ১২টায় মারা যান।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল করিব খান সদ্য প্রয়াত রানার স্ত্রী নাহিদ গুলবাগের বরাত দিয়ে জানান, গতকাল রাতে রানার বেশ মাথা ব্যথা হচ্ছিল। আজ বেলা ১২টার দিকে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন জাফরাবাদ এলাকায় তার পৈতৃক নিবাসে মারা যান তিনি।

আবুল হাশেম রানার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনকি সম্পাদক মো. আব্দুল আউয়াল খান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

পিবিএ/এমআর

আরও পড়ুন...