জিয়াকে স্বধীনতার ঘোষক বানিয়ে ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা করা হয়েছিল: হানিফ

এইচ আলিম, পিবিএ, বগুড়া : বগুড়া জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিন এর স্মরণ সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, যারা জামায়াত করে তারা স্বাধীন বাংলাদেশকে বিশ^াস করে না, তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে বাস করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি সন্ত্রাসী ও দূর্নীতিবাজ দল হিসেবে পরিণত হয়েছে।

বিএনপি-জামায়াত পাকিস্তানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। বগুড়াকে আমরা আওয়ামী লীগের শক্ত ঘাটিতে পরিণত করবো। বিএনপি-জামায়াতের অশুভ শক্তির বিষফোড়াকে আমরা উপরে ফেলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এটায় হোক আমাদের প্রত্যায়। তাহলেই আমাদের প্রয়াত জেলা অওায়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের আত্মা শান্তি পাবে। তিনি ছিলেন মুজিব আদর্শের এক অনুকরণীয় দৃষ্টান্ত।

বঙ্গবন্ধুর নির্দেশে যখন প্রয়াত বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ২৩ মার্চ বগুড়ায় যখন স্বাধীনতার পতাকা উত্তোলন করছিলেন তখন জিয়াউর রহমান তখন পাকিস্তানে অস্ত্র খালাসে ব্যাস্ত ছিলেন। জিয়াকে স্বধীনতার ঘোষক বানিয়ে ইতিহাসকে বিকৃত করার অপচেষ্ট করা হয়েছিল। বিএনপির মিথ্যচারের কারণে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

বুধবার বিকালে বগুড়া শহরের জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় মাহবুবুল আলম হানিফ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্তগুলো বলেন।

স্মরণ সভায় সভাপত্বিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মমতাজ উদ্দিনের ছেলে বগুড়া চেম্বার সভাপতি মাসুদুর রহমান মিলন, বগুড়া-৫ আসনের এমপি হাবিবুর রহমান, গাইবান্ধা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জায়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছোলায়মান আলী, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুসহ বগুড়া জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ জাহাঙ্গীর কবির নানক বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার নাম করে মমতাজ উদ্দিনের বাসভবনে আগুন দিয়ে সপরিবারে হত্যা করতে চেয়েছিল। এরা জাতি এবং উন্নয়নের শত্রু। এদের থেকে সজাগ থাকতে হবে।

স্মরণ সভার আগে মমতাজ উদ্দিনের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।

পিবিএ/এএ/এমএসএম

আরও পড়ুন...