জিয়াউল জিয়ার কবিতা ‘দুই দু’গুণে চার’

দুইটি মানুষ দুই জীবনে
ভীষন একা একা,
দু’টি মানুষ, স্বপ্ন পৃথক
ভিন্ন হাতের লেখা।

দু’টি মনে বিরাজ করে
ভিন্ন দু’টি গান,
দুই রকমের অনুভূতি
দুঃখ-অভিমান।

দু’টি মানুষ এক বিছানায়
দু’দিক করা মুখ,
শরীর জুড়ে অচেনা ঘ্রাণ
মনে চোরাই সুখ!

বধির দু’জন শোনে না ডাক
জোসনা পোহাবার,
দুই থেকে তাই হয়নি তো তিন
দুই দু’গুণে চার।

পিবিএ / শআ

আরও পড়ুন...