পিবিএ, রংপুর : জি এম কাদেরকে জাপার কো- চেয়ারম্যান পদে পুনর্বহাল না করলে গণপদত্যাগের হুমকি দিয়েছে রংপুর বিভাগ জাতীয় পার্টি। রংপুর বিভাগ এর ৮ জেলা ও মহানগর কমিটির আয়োজনে বুধবার সাংবাদিক সম্মেলনে নেতাকর্মীরা এ দাবি জানায়।
সংবাদ সম্মেলন রসিক মেয়র ও জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দাবি না মানা হলে জাতীয় পার্টি থেকে আগামি ৫ এপ্রিল নেতাকর্মীরা গণপদত্যাগ করবে। রংপুর বিভাগে জাপার কোন রাজনৈতিক কার্যক্রম চলবে না।
এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য, মহানগর জাতীয় পার্টির সভাপতিও রসিক মেয়র। কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর জাতীয় পার্টির সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রাজ্জাক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ৮ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ মোস্তাফিজার রহমান মোস্তফা।
পিবিএ/এসকে/জেডআই