জি-মেইলে আসছে ‘ডার্ক মোড’

পিবিএ ডেস্ক: বর্তমান বিশ্বে জনপ্রিয় কয়েকটি ফিচারের মধ্যে ‘ডার্ক মোড’ অন্যতম। স্মার্টফোনের ব্যাটারি সাশ্রয় ও চোখের ক্ষতি কমাতে বেশ ভূমিকা রাখে বলে এটি নিয়ে এত আলোচনা। বিভিন্ন অ্যাপ্লিকেশনে তাই ডেভেলপাররা ডার্ক মোড সংযুক্ত করছেন। নতুন করে জি-মেইল অ্যাপের জন্য ডার্ক মোড চালু করেছে টেক জায়ান্ট গুগল।
প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১০ ও আইওএস ১৩ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে ‘ডার্ক মোড’ ফিচারটি সহজেই চালু করা যাবে। ডিভাইসে ডার্ক মোড চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে জিমেইলেও ‘ডার্ক মোড’ চলে আসবে।

অ্যান্ড্রয়েড ১০ সংস্করণের পিক্সেল ব্যবহারকারীরা তাদের ফোনের থিম সেটিং অপশনে গিয়ে ডার্ক মোড চালু করতে পারবেন। তবে পুরনো সংস্করণের অপারেটিং সিস্টেম হলে ডার্ক মোড ফিচারটি জি-মেইলের সেটিংস থেকে চালু করে নিতে হবে।
জানা গেছে, ডার্ক মোড ফিচারটি জিমেইলের ব্যাকগ্রাউন্ড ডার্ক এবং গ্রে মিশ্রিত একটা রঙে দেখাবে। এটি জিমেইল ইনবক্স ফোল্ডার এবং মেইলের ব্যাকগ্রাউন্ডকেও কালো দেখাবে। গুগল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফিচারটি সবার জন্য নিয়ে আসতে দু’সপ্তাহের মতো সময় লাগবে তাদের।

পিবিএ/বাখ

আরও পড়ুন...