পিবিএ,গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দু’টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৭ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর পিবিএকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকায় দু’টি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জন তরুণ ও ২৭ জন তরুণীকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল কর্তৃপক্ষ আগেই পালিয়ে যায়। আবাসিক হোটেল দু’টি নামহীন ছিল। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
পিবিএ/জেআই