সনজিত কর্মকার,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া চাঁনপুর রেলক্রসিংয়ের পূর্বপাশে ট্রেনে কাটা পড়া এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তারা শাহাপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হলে ফাঁড়ি ইনচার্জ মো. সোলাইমান হক ঘটনাস্থল পরিদর্শন করেন। ফাঁড়ি ইনচার্জ রেলওয়ে পুলিশকে খবর দেয়। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে লাশ উদ্ধার করে।
আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার আলী জানান, ট্রেনে কাটা পড়া ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পিবিএ/এসডি