পিবিএ,নোয়াখালী: নোয়াখালী পৌর এলাকায় প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি পৌর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধাণ অতিথি ছিলেন পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। এ সময় পৌর সচিব শ্যামল কুমার দত্ত, ইঞ্জিনয়ার সুজিৎ বড়ুয়া, নগর ব্যবস্থাপক লেয়াকত আলী, কাউন্সিলর ফজলুল বারিসহ অনেকে বক্তব্য রাখেন।
সিডিসি নেতৃবৃন্দের অংশ গ্রহনে জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচীর আওতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
পিবিএ/ইয়াকুব নবী ইমন/এসডি