জুনে পদত্যাগ করবেন থেরেসা মে

পদত্যাগ করতে পারেন থেরেসা মে
প্রধানমন্ত্রী থেরেসা মে । ছবি:ফাইল

পিবিএ,ডেস্ক: আগামী জুনের প্রথম সপ্তাহে ব্রেক্সিট নিয়ে আবারও ভোটাভুটি হবে। ওই ভোটে ব্রেক্সিট পরিকল্পনা সফল না হলে পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পরবর্তী নির্বাচনের সময়সীমা জানিয়ে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

গত বছর শেষের দিকে একটি আস্থা ভোটে থেরেসা মের দল কনজারভেটিভ পার্টির এমপিদের ভোটে কোন রকমে উতরে গিয়েছিলেন তিনি। সামান্য ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছিলেন। ডিসেম্বরের আগে নতুন করে আনুষ্ঠানিকভাবে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না মে।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...