
রাজন্য রুহানি,জামালপুর: মোবাইলে জুয়া খেলার পাওনা পাঁচ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় রাসেল মিয়া (৩৫) নামে এক যুবককে হাত-পা বেঁধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তার বন্ধুরা। এমনই অভিযোগ করেছে নিহতের পরিবার। জামালপুরের সরিষাবাড়ীতে ঘটেছে মর্মান্তিক এই ঘটনাটি।
নিহত যুবক পৌরসভার আরামনগর বাজারের চা বিক্রেতা অহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি হোটেল কর্মচারী ছিলেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার (চা পট্টি) গণশৌচাগার সংলগ্ন দোকান থেকে ওই হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, বন্ধুদের পাল্লায় পড়ে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন রাসেল। এতে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। সম্প্রতি জুয়া খেলার পাওনা টাকার জন্য তাকে চাপ দেয় পাওনাদার বন্ধুরা। এদিকে বুধবার দুপুরে ক’জন ব্যক্তি বাকবিতণ্ডা করে রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তিনি আর বাড়ি ফেরেন নি।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আরামনগর বাজারের হাফিজুরের চায়ের দোকানে হাত-পা বাঁধা অবস্থায় ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান দোকানদার হাফিজুর। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। মোবাইলে জুয়া খেলার পাঁচ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে রাসেলের বন্ধুরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, হাত-পা বাঁধা ঝুলন্ত অবস্থায় রাসেল মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।