জুলাই অভ্যুত্থানের স্মরণে কুবিতে ‘চিত্তনামা’র কার্টুন প্রদর্শনী

পিবিএ,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাহিত্য বিষয়ক সংগঠন ‘চিত্তনামার’ উদ্যোগে ‘জুলাই গণ- অভ্যুত্থানের স্মরণে’ কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল ৯ থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত ব্যবসা শিক্ষা অনুষদের সামনে এই প্রদর্শনী চলমান থাকে।

উক্ত প্রদর্শনীতে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন সময়ের ধারণ করা ছবি এবং কার্টুন প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে ‘জুলাই গণহত্যা’, ‘কিলার হাসিনা’, ‘নো মোর মাফিয়া’, ‘দেশ কারো বাপের না’, ‘হাল ছেড়ো না বন্ধু’, ‘গতি’, ‘রক্তাক্ত জুলাই’ ইত্যাদি।

এই বিষয়ে ‘চিত্তনামা’ সংগঠনের সভাপতি মারুফ শেখ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস যাতে বিলীন না হয়ে পড়ে সে কারণে বারবার আমাদের সে স্মৃতি সামনে তুলে ধরতে হবে। আর সেই অভ্যুত্থাণের স্মরনে আমরা চিত্তনামা-র পক্ষ থেকে এই আয়োজন করে থাকি। জুলাই গণ-অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সেই ভূমিকা সেভাবে উঠে আসে নি বলে মনে হয়েছে তাই আমরা সেই প্রচেষ্ঠা করছি যাতে ফ্যাসিবাদের কাঠামোতে বারবার আঘাত করা হয়। একইসাথে আমরা আমাদের মননে ও চিন্তায় যাতে এই ইতিহাস গেঁথে রাখতে পারি সে কারণে আয়োজনই।’

আরও পড়ুন...