
স্টাফ রিপোর্টার,ঢাকা: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উন্নয়ন ও কার্যক্রমকে গতিশীল করার লক্ষে অনুদান প্রদান করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
বুধবার (১৯ মার্চ) সকালে ঢাকাস্ত “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” কার্যালয়ে ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো: সোহেল মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেয়া হয়।
এ দেশ আমাদের সকলের উল্লেখ করে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো সমাজের সকল নাগরিকের দায়িত্ব । তাই শহীদ ও আহত পরিবারের পাশে দাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অতীত স্মৃতির আলোকে ভবিষ্যৎ নির্মাণে এই উদ্যোগটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যাক্তকরে ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন,পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার এই উদ্যোগ ফাউন্ডেশনের শহীদ স্মৃতি সংরক্ষণ ও সামাজিক কার্যক্রমকে আরও দৃঢ় করবে। তার দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তর উত্তর সাফল্য কামনা করেন স্থানীয় ও কর্মকর্তারা।