জুলুমবাজ সরকারের পতনে ঐক্যবদ্ধ হতে হবে: ওয়াদুদ ভূইয়া


পিবিএ,খাগড়াছড়ি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সদ্য অনুমোদিত ১৫১ সদস্য বিশিষ্ট্য খাগড়াছড়ি জেলা বিএনপির নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আফসার,সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা,যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া ফারহাদ বক্তব্য রাখেন। সভায় এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

সভায় সভাপতির বক্তব্যে-ওয়াদুদ ভূইয়া বর্তমান সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের সময়ে বেগম খালেদা জিয়াকে জেলে বন্ধি রেখে হাজার হাজার নেতাকর্মীদের হামলা-মামলা দিয়ে হয়রানী করছে। এ সময় তিনি আরো বলেন,জুলুমবাজ সরকারের পতনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

ওয়াদুদ ভূইয়া আরো বলেন, তারেক জিয়ার দিক নির্দেশনায় দলের কমিটি গঠিত হয়েছে। তিনি বলে দিয়েছেন দলে কোন ধরনের ষড়যন্ত্রকারী বা দুষ্ট লোকদের স্থান দেওয়া যাবে না। তাই দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভাল বলে তিনি মন্তব্য করেন। এর আগে অনুমোদিত কমিটির সদস্যদের সাথে পরিচিতি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...