পিবিএ: রাজীব পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। নিজে কিছু করবে, তাই কোনো চাকুরিতে যোগ দেননি। কিন্তু ভাগ্য তার সায় দেয়নি। ব্যতিক্রমী ডিজাইন দেওয়ার পরেও কোথাও কোনো কাজ পাননি তিনি। এর মধ্যে পরিচয় কণার সঙ্গে। একটি দুর্ঘটনার মাধ্যমে পরিচয় দুজনের।
শুধু তাই না, যতবারই তাদের দেখা হয়েছে ততবারই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে থাকে। যার কারণে একজন-অন্যজনকে খুবই অপছন্দ করতে থাকে। কিন্তু মজার বিষয় হলো রাজিবের ভাগ্য খুলে গেছে। প্রথমে রাজিব বুঝতে না পারলেও পরে ঠিকই তা বুঝতে পারে। তাই মোটামুটি সে তার পেছনেই পড়ে যায়। এরপর প্রেম, শেষে বিয়ে। গল্পের শুরু এখান থেকেই।
অফিসের বস একদিন কণাকে দেখে পরিকল্পনা করে রাজীবের সঙ্গে জুয়া খেলতে বসে। এবং আত্মবিশ্বাসী রাজীবকে বাধ্য করল স্ত্রী কণাকে বাজি রাখতে। কিছু বোঝার আগে, রাজীবও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।
এরপর পুরো ঘটনা জানা যাবে ঈদের নাটক ‘বাজি’-তে। আনকোরার রচনায় এটি নির্মাণ করেছেন অসীম গোমেজ। এতে রাজীব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ আর কণার ভূমিকায় দেখা যাবে প্রভাকে। আরও আছেন আহমেদ রুবেল। দীপ্ত টিভিতে ঈদের ৫ম দিন সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে এটি।
পিবিএ/এমআই