পিবিএ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জের ধরে জুয়াড়িরা আগুন লাগিয়ে ১০-১২টি গাছ পুড়ে দিয়েছে। উপজেলার চিওড়া ইউনিয়নের ছোট সাতবাড়িয়া গ্রামের আবদুল হক ভুঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
বুধবার সরেজমিন গিয়ে জানা গেছে, রাতের আধারে কে বা কারা বিভিন্ন প্রজাতির ১০-১২টি গাছ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। বিভিন্ন ফলজ গাছ পুড়িয়ে দেয়ার ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ছোট সাতবাড়িয়া গ্রামের বিভিন্ন বাগানে বসে কতিপয় ব্যক্তি জুয়া খেলেন। আবদুল হক ভুঁইয়া তাঁর মালিকানাধীন গাংয়ের পাশের জায়গা জুয়া খেলতে অনেককে নিষেধ করেন। গত বছর একইভাবে আবদুল হক ভুঁইয়ার একটি খড়ের চিন আগুন লাগিয়ে পুড়ে দিয়েছে দূর্বৃত্তরা। এছাড়া আবদুল হক ভুঁইয়ার এক ছেলে খুলনায় ও দুই ছেলে প্রবাসে থাকায় দূর্বৃত্তরা প্রায় তার সম্পদ জ্বালিয়ে দেয়াসহ হুমকি-ধমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকায় জুয়া খেলা বন্ধ করতে স্থানীয় প্রশাসনের নিকট জোরদাবি জানিয়েছেন সচেতন মহল।
পিবিএ/মোঃ এমদাদ উল্যাহ/মোআ