জুয়েল বাপ্পির পরিচালানায় জনি ও জেরিন’র ‘চলে যাওয়ার সময় হল’

মারুফ সরকার , বিনোদন: সম্প্রতি উলুখোলায় বিলাস বাড়ির বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘চলে যাওয়ার সময় হল’। জুয়েল বাপ্পি এর কথায়, জুয়েল বাপ্পি এর সুর ও সঙ্গীতে গানটিতে কন্ঠ দিয়েছেন দেবিকা। এতে মডেল হয়েছেন জনি ও জেরিন রোমান্টিক গল্পে নির্মিত মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন জুয়েল বাপ্পি।

এ প্রসঙ্গে নির্মাতা জুয়েল বাপ্পি বলেন, আমরা সুুন্দর ভাবে মিউজিক্যাল ফিল্মটি পূবাইলে ম্বিলাস বাড়ির বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুুন্দর। আশা করি,’চলে যাওয়ার সময় হল’ মিউজিক্যাল ফিল্মটি দর্শকদের ভালো লাগবে।

মডেল ও অভিনেত্রী জেরিন বলেন, পরিচালক জুয়েল বাপ্পি ভাই ও জনির সাথে প্রথম কাজ করেছি। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিলো ꫰ পরিচালক জুয়েল বাপ্পি কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। ‘ গানটিতে নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করেছি।

মডেল জনি বলেন, পরিচালক জুয়েল বাপ্পি খুব ভালো কাজ করেন মডেল জেরিন সাথে করে ভালো লেগেছে। অাশা করি মিউজিক ভিডিও সবাই পছন্দ করবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, মিউজিক্যাল ফিল্মটি খুব শীঘ্রই ডিজিটাল সি ডি মিউজিক ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

পিবিএ/মারুফ সরকার/এসডি

আরও পড়ুন...