পিবিএ,রংপুর: জেএসসি পরীক্ষায় ভালো ফল করেছে রংপুরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান গুলো। বেশির ভাগ প্রতিষ্ঠানেই শতভাগ পাশ করেছে শিক্ষার্থীরা।
রংপুর ক্যাডেট কলেজে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয়া ৪৮ জনই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। রংপুর জিলা স্কুলের ২২৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন। রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন। ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৫০৬ জন পরীক্ষার্থী এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ন হয়েছে ৫০৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫৩ জন, এ পেয়েছে ২৩৭জন, (এ-) পেয়েছে১৪ জন ও বি পেয়েছে ২ জন। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে ৪৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে একজন কৃতকার্য হতে পারেনি।
রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল কাজী তাজুল ইসলাম বলেন, জেএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় আমরা আনন্দিত। এজন্য অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতে আরও ভালো ফলাফল করার চেষ্টা আমাদের থাকবে।
পিবিএ/মেজবাহুল হিমেল/এমএসএম