জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৭

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক কারবারি বুনিয়া সোহেলসহ সাতজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় দুটি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ডরোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা এবং পেশাদারত্বের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি আভিযানিক দল। অভিযানে মাদক কারবারি বুনিয়া সোহেলসহ সাতজনকে গ্রেফতার করে সেনাবাহিনী। এসময় দুটি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জেনেভা ক্যাম্পের মাদক কারবার এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে গত কয়েকদিনের বিশেষ অভিযানে বেশকিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার হওয়ায় মোহাম্মদপুরবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে বলেও উল্লেখ করে আইএসপিআর।

আইএসপিআর আরও জানায়, সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আরও পড়ুন...