রাজধানীর মোহাম্মাদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সাহেন শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি লালা ওরফে মোক্তার লালা (৫৫)’কে গতকাল রোববার (২৬ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-২।
সোমবার (২৭ জানুয়ারি) র্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রোববার (২৬ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সাহেন শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ভূইয়া সোহেল ও কলিন জাম্বু গ্রুপের অন্যতম সদস্য লালা ওরফে মোক্তার লালা (৫৫) মোহাম্মদপুরের আল্লাহ করিম এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে র্যাব-২ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে লালা ওরফে মোক্তার লালা (৫৫)’কে গতকাল রোববার (২৬ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর থানাধীন আল্লাহ করিম এলাকা হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত লালা ওরফে মোক্তার লালাকে জিজ্ঞাসাবাদে জানায়, সে ‘কলিন জাম্বু গ্রুপ’ এর সদস্য এবং মাদক ব্যবসায়ী ভূইয়া সোহেলের অন্যতম সহযোগী তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় সাহেন শাহ হত্যাসহ ০৩টি হত্যা মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।