জেনে নিন,বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

পিবিএ,খেলাধুলা: আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে সকল দল নেওয়া শুরু করেছে প্রস্তুতি। এক নজরে দেখে নিন ২০১৯ বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচসমূহঃ

২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। আর ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পর ৫ জুন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওভালে, এই ম্যাচটি হবে দিবারাত্রির। ৮ জুন প্রতিপক্ষ ইংল্যান্ড, ভেন্যু বাংলাদেশের জন্য পয়া সেই কার্ডিফে।

১১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিস্টলে খেলবে, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ হিসেবে থাকবে টন্টনে। ২০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলবে নটিংহামে, ২৪ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে সাউদাম্পটনে। ২ জুলাই বার্মিংহামের এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, আর শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...