পিবিএ, ঢাকা : একটি ছবিতে নায়কের বিপরীতের অভিনয় করে তাকে নায়িকা বলে। আর সব মানুষেরই একজন প্রিয় নায়িকা থাকে। তাই পিবিএ পাঠকদের কথা ভেবে আজ আপনাদের সামনে তুলে ধরছি আপনার প্রিয় নায়িকার পরিচয়। তাই আপনি দেখে নিন আপনার সেই স্বপ্নের নায়িকার গ্রামের বাড়ি কোথায়।
আরিফা পারভিন জামান মৌসুমী বার্তাসংস্থা পিবি ‘কে জানান, তিনি ১৯৭৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।
কাজী শারমিন নাহিদ নূপুর, ডাক নাম শাবনূর। সবাই তাকে এই নামেই চেনেন। বার্তাসংস্থা পিবি ‘কে তিনি নিশ্চিত করেন যে, তার জন্ম ১৭ ডিসেম্বর ১৯৭৯ যশোর শহরে।
এরকম ব্যতিক্রমী আয়োজনকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি ১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
সাদিকা পারভিন পপির জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৭৯ খুলনা শহরে।
অপু বিশ্বাসের জন্ম বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে।
মুনমুনের জন্ম ইরাকে। তবে তার পৈত্রিক নিবাস চট্টগ্রামে হালিশহরে ।
এ প্রজন্মের অভিনেত্রী ইয়ামিন হক ববি। জন্ম ১৮ আগস্ট ১৯৮৭ ঢাকা জেলায় ।
প্রথিতযশা অভিনেত্রী রোকেয়া প্রাচী। তার জন্ম ফেনী জেলার সোনাগাজীতে।
নাম তার জয়া আহসান। তার জন্ম গোপালগঞ্জ জেলা শহরে।
নাম তার প্রসূন আজাদ। তার জন্ম ময়মনসিং জেলার ফুলপুর উপজেলায়।
তানিন সুব্হার জন্ম বরিশাল জেলার গোরনদী এলাকায়।
মৌ খানের জন্ম বগুড়া জেলার ৭ মাথা এলাকায়।
মৌমি’র জন্ম টাঙ্গাইল সদরে।
জান্নাতুল পিয়া ১৯৯১ সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জন্ম থেকে ঢাকায় বসবাস করেন।
অভিনেত্রী হাসনাহেনা আঁখি আঁচল খুলনা জেলার খালিশপুর গ্রামে ।
তার নাম সাদিয়া। জন্ম জামালপুর জেলার পৌর এলাকায়।
নাম তার সারা জেরিন। বাড়ি খুলনা দাদার বাড়ি নড়াইলে আর পড়াশুনা আর বড় হওয়া ঢাকায়।
নাম তার রোদেলা জান্নাত। ঝালকাটি শহরে তার জন্ম।
নবাগত নায়িকা পূজা চেরি রয় । তার জন্ম ঢাকার ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায়।
নাম তার শবনম ফারিয়া তৃপ্তি। তার জন্ম ৬ জানুয়ারি ১৯৯০
নাম তার প্রিয়াঙ্কা জামান। পুরান ঢাকায় তার জন্ম খুলনায় আর দাদার বাড়ি নড়াইলে।
বার্তাসংস্থা পিবিএ’র এই ব্যাতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন মিডিয়া সংশ্লিষ্ট সবাই। আজ এই আয়োজনের প্রথম কিস্তি ছাপা হলো। চোখ রাখুন পিবিএতে । ধারাবাহিকভাবে প্রত্যেক নায়িকার পরিচয় তুলে ধরা হবে।
পিবিএ/এমএস/ জিজি